Best বিশ্বে নজির স্থাপন করলেন অরিজিৎ সিং ,কোরিয়ান ব্র্যান্ড বিটিএসকে পেছনে ফেলে

বলিউডের মেলোডি কিং বলতে প্রথমেই চলে আসে অরিজিৎ সিংয়ের নাম। যাঁর সুরের জাদুতে বিশ্ব কেঁপে ওঠে। তার কণ্ঠে মুগ্ধ গোটা দেশ। সুর সম্রাট অরিজিৎ সিং ভারতের সব বিখ্যাত গায়কের তালিকায় শীর্ষে। তার গানের ভিডিও প্রকাশের সাথে সাথেই লক্ষাধিক ভিউ পেয়েছে। আসলে অরিজিতের গানে অদ্ভুত এক জাদু আছে। তিনি 2005 সালে টেলিভিশন রিয়েলিটি শো গুরুকুল থেকে খ্যাতি অর্জন করেন। এছাড়াও তিনি বলিউডের অন্যতম বিতর্কিত গায়ক।

অরিজিৎ সিং

 

অরিজিৎ সিং 

বলিউড গায়ক রাজা আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। 19 বছর বয়সে, গায়ক প্রথম খ্যাতি গুরুকুলে যোগ দিতে মুম্বাই অতিক্রম করেন। নিজেরা না থাকতে পারলেও পরিচালক বিশাল শেখর, প্রীতম প্রমুখ বলিউডের বেশ কয়েকজন রথী-মহার্থীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যান সহজেই। বলিউডে তার প্রথম ব্রেক ছিল ‘ফির মহব্বত’-এর ‘মার্ডার টু’-তে। তারপর 2013 সালে, তিনি ‘আশিকি 2’-এর টাইটেল ট্র্যাক ‘তুম হি হো’ গেয়ে বিশ্বখ্যাত হয়ে ওঠেন।

Arijit-Singh

 

তবে গায়ক কিন্তু বাস্তবে একজন সাদামাটা মানুষ। মাটির সঙ্গে তাঁর গভীর যোগাযোগ। বডিগার্ড নিয়ে চলাফেরা করেন না তিনি কখনই। এর আগেও বিভিন্ন সময়ে অরিজিৎকে ভিন্ন ভিন্ন অবতারে দেখা গিয়েছিল, কোনও সময়ে তিনি মুখে গামছা বেঁধে বাজার করেছেন আবার কখনও লুকিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছেন, অরিজিৎ-এর ফ্যান যে অগন্তি। তাই প্রিয় গায়কের এরূপ ছদ্মবেশ নজর এড়িয়ে যায়না কারুরই। মুম্বইতে থাকলেও মুর্শিদাবাদে প্রায়শই তাঁর দেখা মেলে।

অরিজিৎ সিং

 

সম্প্রতি গায়কের মুকুটে যোগ হয়েছে নতুন পালক। তিনি আরও একবার বাংলার মুখ উজ্জ্বল করলেন। জানা গেছে, জনপ্রিয়তার নিরিখে কোরিয়ান ব্র্যান্ড বিটিএসকে পেছনে ফেলেছেন অরিজিৎ। তাই ফের বিশ্ব রেকর্ড গড়লেন অরিজিৎ। স্পটিফাই আর্টিস্ট চার্টে তার ৬ কোটি ৬১ লাখ ফলোয়ার রয়েছে। জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস, আমেরিকান র‌্যাপ তারকা এমিনেম তার ধারে কাছে নেই। গ্লোবাল স্পটিফাইতে, অরিজিৎ সিং ছয় নম্বরে, মার্কিন পপ সেনসেশন জাস্টিন বিবার অনুসরণ করেছেন।

Best আবার ফিরে এল দূরদর্শন চ্যানেল-2023 এ,ভারতে ২৫০০ কোটি টাকা দিয়ে চালু হল প্রথম চ্যানেল

 

 

Share in Love